

সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা
কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা
কোথায় গেলো শৈশব আমার
কোথায় গেলো স্মৃতি
কোথায় গেলো রঙিন স্বপ্ন
কোথায় গেলো প্রীতি।
কোথায় গেলো পাখির ডাকে
ভাঙতো আমার ঘুম
কোথায় গেলো শীতের মাঝে
পিঠাপুলির ধুম।
কোথায় গেলো বিকাল হলে
খেলাধুলার বেলা
কোথায় গেলো মাঠে ভরা
ফসল তোলার মেলা।
কোথায় গেলো রাখাল ছেলের
গরু চড়ার বেশ
কোথায় গেলো গাছের তরে
বাঁশির সুরের রেশ।
কোথায় গেলো লাঙল নিয়ে
মাঠে যাওয়া কৃষাণ
কোথায় গেলো পাল তোলাতে
নৌকার মাঝির গান।