বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভয়াবহ অগ্নিকান্ড
রাউজানে ভয়াবহ অগ্নিকান্ড
রাউজান প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় বিকাল ৫.০৩মিঃ) চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুরে ছাই হয়ে গেছে । ২৮ এপ্রিল বৃহষ্পতিবার সকাল ১১টায় রাউজান থানার দক্ষিণ দেওয়ানপুর পাল পাড়ার স্থানীয় রিপু পালের বাড়ীর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ড ঘটে । অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে নিঃস্ব হয় পরিবারগুলো । খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হল রিপু পাল, বাবুল পাল, অজিৎ পাল, সুজিদ পাল। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান ১৭ লাখ টাকার ও অধিক হবে। তাৎক্ষনিকভাবে ৯নং পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন, ইউ.পি সদস্য বাসু,আইয়ুবখান, চিনু রানী, বদিউল, ইউছুপ,রীনা চৌধুরী ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছালীগের সভাপতি মো সালাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যানের পক্ষথেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ টাকা, খাদ্য বস্ত্র ও ঢেউটিন, সহযোগিতা প্রদান করেন।