![রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ঢাকায় গ্রেফতার](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4869-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি রাঙামাটি জেলা শাখার বার্ষিক অনুষ্ঠান
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি রাঙামাটি জেলা শাখার বার্ষিক অনুষ্ঠান
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান গতকাল সোমবার কাপ্তাই বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু মহল ব্লাডডোনার সোসাইটি রাঙামাটি জেলা শাখার সমম্বয়ক মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচটি মিডিয়া কাউখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. ওমর ফারুক, কাপ্তাই রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মো. আসিফুল ইসলাম, রাঙামাটি জেলা নিসচা সভাপতি মো. আফসার। অনুষ্ঠানে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি জেলা শাখার সহ সমম্বয়ক মো. শাখাওয়াত, আইডি সমম্বয়ক মো. মমিন, সম্মানিত সদস্য মো. ফরহাদ খন্দকার, সদস্য উমেচিং মারমা, সদস্য সালেহা আক্তার প্রমূখ।
পরে অনুষ্ঠানে সদস্য মাহফুজুর রহমান নাত পরিবেশন করেন, সদস্য উমেচিং মারমা নৃত্য পরিবেশন করেন এবং সকল সম্মানিত সদস্য বৃন্দের হাতে টি সার্ট আইডি কার্ড এবং সম্মানিত অতিথি বৃন্দের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।