![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব
নবীগঞ্জ অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব গত রবিবার বিকালে সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে পৌরহিত্যে করেন শ্রী অরুন মোহন্ত,গীতাপাঠ করেন শ্রী কানু লাল দাশ । এতে কীর্তন পরিবেশন করেন,কুড়িগ্রাম উলুকান্দির শ্রীমতি সীমা রানী রায়,কুলাউড়ার শ্রী বিদ্যুত দাশ, কমলগঞ্জের শ্রী বিভুপদ দেব,নবীগঞ্জের শ্রী রতনমনি দাশ বাবুলসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
কীর্তন কমিটির উপদেষ্টা অবঃ শিক্ষক নিতাই চন্দ্র দেব, মনীষ চন্দ্র দেব,অরুন চন্দ্র দেব, সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দেব এবং সাধারন সম্পাদক জগদীশ চন্দ্র দেবের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ,আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ,বাবুল রায়,কীর্তন কমিটির সদস্য ওসি নির্মল দেব,সজল দেব,নিরুপম দেব,ভক্ত দেব,রাহুল দেব, সঞ্জিত দেবসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজনসহ অনুষ্টানের প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।