![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নানিয়ারচ :: রাঙামাটির নানিয়ারচরে ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী উপজেলা আওয়ামীলীগ নেতা নিখিল নাথ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম। নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বলে জানাগেছে।
এ বিষয়ে ওসি নাজির আলম জানান, ২৭ ডিসেম্বর ২০০৬ এর ৩০২/৩৪ পেনাল কোড সিএস এর ০১নং আসামী নিখিল নাথ, পিতা-মনিন্দ্রনাথ কে ওয়ারেন্ট মূলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা আসামীকে হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর, মো. নাজির আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে ওয়ারেন্টভূক্ত মামলার আসামী নিখিল নাথ (৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায় বলে জানা যায়।
আসামীর মামলার নথি যথাক্রমে,নানিয়ারচর থানা মামলা নং-০১ তারিখ ২৭/১২/২০০৬ইং। ধারা-৩০২/৩৪ দন্ডবিধি,জিআর নং ৩০৪/০৬। আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করার প্রক্রিয়াধীন রয়েছে।