শিরোনাম:
●   বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন ●   ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ●   রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ ●   একুশের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ●   মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ ●   সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ●   কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১ ●   হাটহাজারী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   রাউজানে ভাষা শহীদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ●   নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ●   দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি ●   ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ●   বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে একুশে ফেব্রুয়ারি পালন ●   রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত ●   মিরসরাইয়ে দুই স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই ●   রাঙামাটিতে ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ চাকমা আটক ●   পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ ●   ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ ●   তহিরুন নেছা চৌধুরী একাডেমি’র উদ্যোগে গুণীজন সম্মাননা ●   রাউজানে ঘর থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা ●   ঝালকাঠিতে নিখোঁজ ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার ●   শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান ●   রাঙামাটি জেলায় তারুণ্যের উৎসব আয়োজন ●   পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম ●   কাউখালীতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত ●   রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল ●   ঈশ্বরগঞ্জে তারুণ্যের সমাপনী উৎসব অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

--- আহমদ বিলাল খান :: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের দিক নির্দেশনায় তিন পার্বত্য জেলা সহ ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

রাঙামাটি : আজ শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ৮ টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালি নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, সুবিধা বঞ্চিত শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে পিসিসিপি রাঙামাটি জেলা শাখা। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় শহরের বনরূপায় একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা মো. কামাল উদ্দীন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাইল, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পিসিসিপি নেতা আরমান, ইলিয়াস, নুর হোসেন, প্রমুখ।

খাগড়াছড়ি : ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সকাল ৮ টায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দারুল আইতাম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যাতে তারা শিক্ষার পথকে আরো সুগম করতে পারে। জ্ঞানচর্চার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে পৌঁছতে পারে তাই পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা এই উদ্যোগ গ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সোহেল রানা, সি: সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী প্রমুখ।

বান্দরবান : বান্দরবানের টংগাবতি আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পিসিসিপি বান্দরবান জেলা শাখার শিক্ষা সহায়তা উপকরণ উপহার বিতরণ।

হারিয়ে যাওয়া ম্রো ভাষা সংরক্ষন ও ম্রো শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে ম্রো লেখক ইয়াং ইয়াং ম্রো এর তৈরি করা বান্দরবানের টংগাবতি ইউনিয়নে ‘আরুং আনৈই’ স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ (শুক্রুবার) বেলা ১১ ঘটিকার সময় শিক্ষা উপকরণ বিতরন করে পিসিসিপি। এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি মো. আসিফ ইকবাল, পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মো. তানভির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ।

ঢাকা মহানগর : পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যােগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান প্রমুখ।

চট্টগ্রাম মহানগর : পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যােগে চক বাজার প্যারেড ময়দানে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা জানান মহানগর শাখার সহ- সাধারণ
ফাহাদ আনজুম রাতুল ও সহ-সাংগঠনিক সম্পাদক
সাকিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যাগে চবি ক্যাম্পাসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিসিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক
মো: সাইফুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক
মো: মাসুদ, প্রচার সম্পাদক তারেক মনোয়ার, অর্থ সম্পাদক দিদার আলি সরকার, ছাত্রী বিষয়ক সম্পাদক মোহসেনা মজীদ, উপ ধর্ম সম্পাদক
আবু আয়াজ, পিসিসিপি চবি শাখার সদস্য
তানজিদুর রহমান, আলামিন, মোঃ রাসেল সরকার প্রমুখ।

এছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায়ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিসিসিপি’র উপজেলা ইউনিটের নেতৃবৃন্দরা।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । বিগত এক দশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারা বিশ্বে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায় বাঙালি জাতির জন্য এই দিনটি বাড়তি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিতভাবেই।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুন ভাষার জন্য শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসেও দেশ প্রেমিক সকল শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সক্রীয় ভূমিকা পালন করবে বলে জানান।

উল্লেখ্য মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় পথচারীদের মাঝে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুপুরের খাবার বিতরণ করে পিসিসিপি।





আর্কাইভ