শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » কালীগঞ্জে ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
কালীগঞ্জে ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে বিশ্বের ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩ জনের একটি প্রতিনিধি দল৷
২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলটি উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের কমিউনিটি হেলথ কেয়ার পরির্শদন শেষে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন৷
গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আলী হায়দার খান ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মকাণ্ড ও রোগীদের সঙ্গে কথা বলে কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷
আইসিডিডিআরবি’র কনসালটেন্ট ডাঃ মোঃ ফেরদৌস আলম, সিনিয়র প্রোগ্রামার মোঃ অলিউল হাসান, এনালাইসিস্ট প্রোগ্রামার মাসুদ পারভেজ ও সিনিয়র প্রোগ্রামার মোঃ জাহিদ হোসেন সহিদের নেতৃত্বে বিশ্বের ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩ জনের একটি প্রতিনিধি দল উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করেন৷
এদের মধ্যে ভুটানের ৪ জন, কলম্বিয়ার ১ জন, জার্মানীর ১ জন, ভারতের ২ জন, নরওয়ের ১ জন, ইন্দোনেশিয়ার ৪ জন, মিয়ানমারের ১ জন, ফিলিপাইনের ১ জন, নেপালের ৭ জন, ইউকে’র ১ জন ও ইউএসএ’র ৪ জন৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ওই ১১টি দেশের প্রতিনিধি দল ঢাকায় ২ দিনের একটি সম্মেলনে আসেন৷ সম্মেলন শেষে তাদের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন৷ এর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি৷ পরিদর্শনে তারা কমপ্লেক্সে সেবার মান ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন৷