

শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে গাঁজা সেবনকালে ১৩ শিক্ষার্থী আটক
চুয়েটে গাঁজা সেবনকালে ১৩ শিক্ষার্থী আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২টি আবাসিক হলে গাঁজা সেবনের সময় ১৩ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। গত ৭ মার্চ শুক্রবার মধ্যরাতে হলের প্রভোস্ট ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এদের মধ্যে শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দলের মাদক বিরোধী অভিযানে দুটি হল হতে কিছু শিক্ষার্থীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে।
রবিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তাদের অপরাধ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।