

সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন
মিরসরাই প্রতিনিধি :: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে স’হিং’স’তা, নি’পী’ড়’ন, ধ’র্ষ’ণ, অনলাইনে হে’ন’স্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার ১০ মার্চ দুপুরে মিরসরাই কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থীরা৷
এসময় মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ারের সভাপতিত্বে মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিশান, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, এমরান হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন রাব্বি প্রমুখ।
এসময় বক্তারা আছিয়ার ধ’র্ষ’ক’দে’র ২১ দিনের মধ্যে বিচারকার্য শেষ করে ৪০ দিনের মধ্যে ফাঁ’সি’তে ঝুলানোর দাবি জানান৷
মিরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠান’কে জরিমানা
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মিরসরাই পৌরসদরে দুটি হোটেলের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেলে এন্ড রেস্টুরেন্টের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকার অপরাধে দুটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রোজার প্রথমদিন থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চলছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।