

সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশব্যাপী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন রাঙামাটি কলেজ ছাত্রদল
দেশব্যাপী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন রাঙামাটি কলেজ ছাত্রদল
রাজু :: দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, সহিংসতা, অনলাইন হয়রানি এবং বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ ২০২৫ তারিখে কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম শাকিল এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা ওমর মোর্শেদ।
এসময় কলেজ ছাত্রদল নেতা আমজাদ হোসেন, বাহাদুর শাহ, মো. রাসেল, রেজাউল করিম, আবুব আবরার আলভি, আলভি হাসান নাইমসহ প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, “ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
বক্তারা আরও বলেন, “বিগত কয়েক মাসে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার এ ধরনের অপরাধ করছে। আমরা এ পরিস্থিতির অবসান চাই।” তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. শরীফুল ইসলাম শাকিল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় নারীদের পাশে ছিল, আছে এবং থাকবে। যেখানে নারীদের নিপীড়ন হবে, সেখানেই ছাত্রদল প্রতিবাদী হয়ে রাস্তায় নামবে।”শেষে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।