শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির কারণে নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির কারণে নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুর জেলা প্রতিনিধ :: (১৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ৷
২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের নাম মোঃ শাহজাহান (৪২)৷ তিনি গাজীপুর মহানগরীর গাছা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ৷ শাহজাহান গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ৷
নিহতের ভাই মফিজ উদ্দিন ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গত কয়েকদিন আগে গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতা জুয়েল মন্ডল ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ এতে অন্তত ১০জন আহত হয় ৷ শুক্রবার শফিকুল ইসলাম শফিকের লোকজন সন্দেহ করে সংঘর্ষের সময় রমজান জুয়েল মন্ডলের পক্ষ হয়ে তাদেরকে গ্রুপের লোকজনকে মারধর করে ৷ এ ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার রাত সাড়ে আটটায় সফিকুলের চাচা মজিবুরসহ তার লোকজন গাছা বাজারের একটি দোকানের সামনে রমজানকে মারধার করে ৷ রমজান বাড়িতে গিয়ে তার মামা শাহজাহানকে ঘটনাটি বলে ৷ পরে আহত ভাগিনাকে মাইক্রোবাস যোগে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে গাছা বঙ্গবন্ধু কলেজ মোড়ে পৌছলে প্রতিপক্ষ শফিকুল ইসলাম শফিক, মজিবুর, মোহাম্মদ আলী, আল-আমীন জুয়েলসহ ২০-২৫ জনের একদল লোক মাইক্রোবাসের গতিরোধ করে শাহজাহানকে টেনে হিছড়ে থেকে নামায় ৷ এসময় তারা শাহজাহানকে এলোপাথারি মারধর করতে থাকে ৷ এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যপুরি কোপানো হয়৷ হামলাকারীরা আহত শাহজাহানকে হাসপাতালে নিতে বাধা প্রদান করে ৷ প্রায় আধাঘন্টা ধরে শাহজাহান ওই স্থানে পড়ে ছিল ৷ পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা ৷ সেখানে চিকিত্সাধীন অবস্থায় ৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান মারা যায় ৷
স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, যুবলীগ নেতা শফিক এলাকায় সিটি কাউন্সিলর লাদেন মামুন মন্ডল গ্রুপের প্রধান সহযোগী ৷ শনিবার দুপুরে নিহত শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয় ৷
লাশের সুরতহাল প্রস্তুতকারী জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের মাথা, হাত, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে ৷
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে ৷