

মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
ঢাকা :: “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর তত্ত্বাবধানে পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক কর্তৃক হিমালয়ের দুইটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) ও থরং (৬১৪৪ মিটার) অভিযান উপলক্ষে সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর” ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানিত সদস্য প্রকৌশলী কাওছার রূপক (এম/৩৩৯৮৯) একজন সুপরিচিত লেখক ও পর্বতারোহী। তিনি ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) সহ তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। একজন প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখে তিনি নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সাথে দুইটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছেন। তাঁর অভিযান উপলক্ষে আইইবি’র উদ্যোগে আজ ২২ এপ্রিল, ২০২৫ মঙ্গলবার বিকাল ৫টায় টায় কাউন্সিল হল (২য় তলা), শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে প্রকৌশলী কাওছার রূপক সম্মানিত অতিথিদের থেকে পতাকা গ্রহণ করেন। চুলু ওয়েস্ট এবং থরং পর্বত শিখর আরোহণ করে তিনি ১৭ মে, ২০২৫ খ্রি. ঢাকায় ফিরে আসবেন বলে প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেইনিয়ারিং এণ্ড ট্রেকিং ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এম এ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান (চুন্নু)। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রকৌশলীবৃন্দ এবং বিএমটিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।