সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গাছ কাটার প্রতিবাদ করায় শিক্ষিকাকে হত্যার হুমকী
কালীগঞ্জে গাছ কাটার প্রতিবাদ করায় শিক্ষিকাকে হত্যার হুমকী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কাউলিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ জোর পূর্বক কেটে নেয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারকে হত্যার হুমকী দিয়েছে ৷
২ মে সোমবার বিদ্যালয় চলাবস্থায় স্থানিয় সন্ত্রাসী বিপ্লব ও কাউছার সহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকী দেয় ৷
এলাকাবাসী ও পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গত ৩০ এপ্রিল কালীগঞ্জ উপজেলার কাউলিতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে কয়েকটি আকাশী গাছ কেটে ফেলে কয়েকজন সন্ত্রাসী ৷ এবিষয়ে প্রধান শিক্ষিকা মোসাঃ শামীমা আক্তার প্রতিবাদ জানায় এবং কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি ৷ ২ মে সোমবার বিপ্লব গং কাটা গাছ গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষিকা বাধা দেয় ৷ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয় ৷ পরে পুলিশে খবর দেয়া হলে কালীগঞ্জ থানার এস আই ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেন ৷
বিদ্যালয়ের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধকে জানান, সরকারী সম্পত্তি রক্ষার্থে আইনে আশ্রয় নেব ৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে ৷ এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে ৷