বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জুঁই চাকমা,রাঙামাটি:: ১৭ সেপ্টেম্বর : রাঙামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৷ কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ আশিকা কর্তৃক ২(দুই) উপজেলায় বাস্তবায়নাধীন মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা প্রকল্পের প্রি-স্কুলের সেন্টার ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) সদস্যদেরকে ধারণা প্রদান ও শিশু অধিকার রক্ষার্থে সক্ষমতা বৃদ্ধি করা ৷ গত সোম-মঙ্গলবার রাঙামাটি সদর ও বুধ-বৃহস্পতিবার কাউখালী উপজেলায় এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় ৷
বুধ ও বৃহস্পতিবার কাউখালীর উপজেলার ইপসা এইচআরডিসি’তে উক্ত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়, এতে মোট শিক্ষক, এসএমসি ও সিএমসি মিলে ৩৫ জন অংশগ্রহণ করেন ৷
সেভদ্য চিলড্রেন এর উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা অনিতা সেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার৷ কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকা’র প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট কক্সী তালুকদার, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমাসহ ও উপজেলার প্রকল্প কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, আশিকা কর্তৃক মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষ কার্যক্রম এখানকার শিশুদের জন্য একটি ভালো শিক্ষা উদ্যোগ ৷ তিনি এই শিক্ষা উদ্যোগকে অব্যাহত রাখার জন্য আশিকা ও সেভ দ্য চিলড্রেনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন ৷
কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, আশিকার ব্যবস্থাপনায় কাউখালী উপজেলায় মারমা ভাষায় ৫টি প্রাক-প্রাথমিক স্কুল ও ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর ১ম ও ২য় শ্রেণীর চাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট সহায়তা প্রদান হরা হচ্ছে ৷
কর্মশালায় সেভ দ্য চিলড্রেন এর অনিতা সেন শিশুর ক্ষমতায়ন ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোকপাত করেন ৷
২ দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে কাউখালী উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রশিক্ষনে অংশ নেন এবং সকল অংশগ্রহনকারী শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা হয়েছে আশা ব্যক্ত করে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ৷
এদিকে গত সোম-মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাপছড়ি, রাজদ্বীপ ও গুঁইছড়ি) ৩ জন প্রধান শিক্ষক, ৩ জন সহকারি শিক্ষক, ৩ জন এসএমসি সদস্য ও আশিকার ৫টি প্রি-স্কুলের ১০ জন সিএমসি সদস্যসহ মোট ১৯ জনকে টংঙ্গ্যা কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় ৷
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, সেভ দ্য চিলড্রেন রাঙামাটি কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা, সিনিয়র প্রজেক্ট অফিসার অনিতা সেন, আশিকার প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট কক্সী তালুকদার, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা’সহ প্রকল্প কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ৷ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, এডভোকেট কক্সী তালুকদার ৷
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহের জন্য খুবই যুগোপযোগী একটি প্রশিক্ষণ কর্মশালা ৷ তিনি শিশু রাজন হত্যাসহ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত্ হোসেনের গৃহকর্মীর শারিরীক নির্যাতনের ঘটনা তুলে ধরেন এবং এরুপ একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য আশিকা ও সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান ৷ আর অংশগ্রহণকারী প্রাইমারি স্কুলের শিক্ষকসহ সবাইকে প্রশিক্ষণে মনোযোগ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ৷
সভাপতির বক্তব্যে প্রোজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা প্রকল্প উদ্দেশ্য ও প্রশিক্ষণ সম্পর্কে আলোকপাত করেন ৷
২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কো-ফ্যাসিলিটেটর হিসেবে অনিতা সেন, সিনিয়র প্রোজেক্ট অফিসার ফ্যাসিলিটেটর ও প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা প্রশিক্ষণ প্রদান করেন ৷ প্রশিক্ষণ শেষে ৩ প্রধান শিক্ষককে “জাতিসংঘ শিশু অধিকার সনদ” এর একটি করে প্রিন্ট ব্যানার প্রদান করা হয় ৷