শনিবার ● ৭ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা
শৈলকুপায় আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষনা হয়েছে৷ শেষ ধাপের ইউপি নির্বাচনে ৭২৪ টি ইউনিয়নের মধ্যে ঝিনাইদহের শৈলকুপার ১৪টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷
শৈলকুপা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ নিধর্ারণ করা হয়েছে ৯ মে, যাচাই-বাছাই ১১ ও ১২ মে, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে, প্রতিক বরাদ্ধ ২০ মে ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন৷
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন ত্রীবেনী ইউনিয়নে সেকেন্দার আলী মোল্লা, মির্জাপুর ইউনিয়নে ফিরোজ আহম্মেদ, দিগনগর ইউনিয়নে জিল্লুর রহমান তপন, কাঁচেরকোল ইউনিয়নে এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সারুটিয়া ইউনিয়নে মাহমুদুল হাসান মামুন, হাকিমপুর ইউনিয়নে কামরুজ্জামান জিকু, ধলহরাচন্দ্র ইউনিয়নে মতিয়ার রহমান বিশ্বাস, মনোহরপুর ইউনিয়নে মোসত্মফা আরিফ রেজা মন্নু, বগুড়া ইউনিয়নে নজরুল ইসলাম বিশ্বাস, আবাইপুর ইউনিয়নে মোক্তার আহমেদ মৃধা, নিত্যানন্দনপুর ইউনিয়নে মফিজ উদ্দিন, উমেদপুর ইউনিয়নে আলহাজ্ব সাবদার হোসেন মোলস্ন্যা, দুধসর ইউনিয়নে সায়ুব আলী জোয়ার্দ্দার ও ফুলহরি ইউনিয়নে জামিনুর রহমান বিপুল৷
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে চেয়ারম্যান প্রাথর্ীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে৷ চেয়ারম্যান প্রাথর্ীরা আশা করছেন নৌকা প্রতিক নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করায় বিপুল ভোটে তারা জয়ী হবেন৷