সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) ঝিনাইদহে শৈলকুপায় ও মহেশপুরে পৃথক ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৩) ও ফারজানা আক্তার ববি (২২) নামে ২ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ জান্নাতুল ফেরদৌস মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও ববি শৈলকূপা শহরের হলপাড়ার মোজাম্মেল হকের স্ত্রী৷ শৈলকূপা থানার ওসি মহিবুল ইসলাম জানান,
সোমবার ভোরের দিকে স্বামীর বাড়িতে ববির ঝুলন্ত লাশ পাওয়া যায়৷ ববির পিতা শৈলকূপার হাবিবপুর গ্রামের মতিয়ার রহমান তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ববির বাবা মতিয়ার রহমান জানান, তার জামাই সিঙ্গাপুরে থাকেন৷ বাড়ি এসে মামাতো বোনকে বিয়ে করেন৷ রোববার রাতে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা ববিকে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে সাংবাদিক জাহিদুর রহমান তারিকের নিকটে অভিযোগ করেছেন৷
অপরদিকে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপস্নব জানান, উপজেলার পাকরাইল গ্রামে রোববার মধ্যরাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে৷ একই উপজেলার বালিনগর গ্রামে মিলন হোসেনের সাথে জান্নাতুলের বিয়ে হয়৷ কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি৷ এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷