মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয় : এহিয়া
শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয় : এহিয়া
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড৷ শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়৷ একমাত্র সুশিক্ষিত জাতিই পারে সমাজকে বদলে দিতে৷ আজকের শিশুরা আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে৷ তাই আমাদের আগামী দিনের এই প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে পালন করতে হবে গূরুত্বপূর্ন ভূমিকা৷ তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন৷ এলাকার উন্নয়নের এধারা অব্যাহত থাকবে৷ এজন্য প্রয়োজন সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতা৷
তিনি সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ ‘বিশ্বনাথ আইডিয়াল একাডেমী’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ একাডেমীর চেয়ারম্যান আকতার মিয়ার সভাপতিত্বে ও ডাইরেক্টর শাহীন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ আবদুল করিম পরিষদের উপদেষ্ঠা হাজী আবদুল হাই, অভিভাবক সাইদুর রহমান রাজু৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল্লাহ আবিদ ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী কবির মিয়া৷
এসময় অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতা আবুল খয়ের মেম্বার, সংগঠক ফয়জুল ইসলাম জীবন, রফিক মিয়া, ইব্রাহিম আলী, শামীম আহমদ চিসতি, ফজলু মিয়া, তৈমুছ আলী, সরওয়ার হোসেন, আবদুর রউফ, তাহির মিয়া, একাডেমীর প্রিন্সিপাল রোজিনা বেগম রাজি, শিক্ষিকা শারমিন সুলতানা, সেবা বেগম, শিপা বেগম, অর্চনা রাণী গোপ ও রোজিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন৷