মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহে যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৪মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা ও রাউলতাইল গ্রামে পৃথক হামলায় যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ আহতরা হলেন, সদর উপজেলার ধোপাবিলা গ্রামের হুজুর আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আমজাদ হোসেন ও ডেফলবাড়ি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে লিটন৷ শুক্রবার বিকাল চারটার সময় তাদের উপর হামলা চালানো হয়৷
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামে কুমড়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম রবির মটরসাইকেল কেড়ে নেওয়া হয়৷ প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে ধোপাবিলা গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় যুবলীগ নেতা ও বর্মমান ইউপি মেম্বর আমজাদারে উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়৷
ধোপাবিলা গ্রামের রেজাউল, জাহিদুল, শহিদুল, মিজানুর রহমান, বাবলু, তুষার, সাগর ও সোহহেলসহ ১৫/২০ জন তার উপর হামলা চালায় বলে হাসপাতালে চিকিত্সাধীন আহত আমজাদ হোসেন অভিযোগ করেন৷ হামলাকারীরা সবাই নৌকার প্রার্থী আশরাফুল ইসলামের সমর্থক বলে তিনি জানান৷ এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম রবি জানান,
তিনি জাড়গ্রাম এলাকায় জুম্মার নামাজ পড়ে রাউতাইল এলাকায় গনসংযোগ করছিলেন৷ এ সময় তার সমর্থক লিটনকে মারধর করে তার হাত ভেঙ্গে দেওয়া হয়৷ এ সময় তার ব্যবহৃত মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়৷ এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার রুমিয়া খাতুন জানান, হামলার কোন অভিযোগ আমারা পায়নি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷