মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ১৫ শিক্ষার্থী
ঝিনাইদহে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ১৫ শিক্ষার্থী
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫২০মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে আরো ৫ জন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে৷ অসুস্থ ৫ শিক্ষার্থীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে৷ এই নিয়ে গত তিনদিনে ১৫ শিক্ষার্থী গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়৷ এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান জানান, গত ৩ দিন ধরে মেয়েদের মধ্যে এ রোগ দেখা দিচ্ছে৷ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়ছে৷ তিনি আরো জানান, মাথা ঘোরা, বমির সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে৷
তিনি জানান, গত রোববার ৭ম শ্রেণির ছাত্রী রিমি, সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি, স্মৃতি বিশ্বাস, নদিয়া, জ্যোতি, ফারহানা, মুক্তি, শারমিন, সকিনা এবং আজ মঙ্গলবার ৮ম শ্রেণির ছাত্রী মিতা, নবম শ্রেণির ছাত্রী অহনা, তামান্না ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে৷
তিনি জানান, অসুস্থদের প্রাথমিক ভাবে ও কয়েকজনকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়৷ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা: প্রভাষ কুমার দাস জানান,
মুলত এটি মাসসাইকোলিজ ইলনেস রোগ৷ এটি সাধারণ প্রচন্ড গরম থেকে হয়৷ একজন আক্রান্ত হলে অন্যরা আতঙ্কগ্রস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ে৷ তবে এটি নিয়ে কারো ভয়ের কোন কারণ নেই৷