বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে নিজামীর জানাজায় ত্রিমুখী সংঘর্ষ
চট্টগ্রামে নিজামীর জানাজায় ত্রিমুখী সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর দু’দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা পৌনে ২টায় নগরীর চট্টগ্রাম সরকারী কলেজ মাঠে (প্যারেড ময়দানে) এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামীর জানাজায় অংশ নিতে জামায়াত নেতাকর্মীরা চকবাজার ও আসে পাশের এলাকায় জড়ো হতে থাকলে বেলা ১টার দিকে নগর ছাত্রলীগ মিছিল বের করে।
এসময় পুলিশের উপস্থিতিতে প্যারেড ময়দানের অনতি দূরে চকবাজার গুলজার এলাকায় দুষ্কৃতিকারীরা ফাঁকা গুলি এবং বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঙ্গে সঙ্গে এলাকার দোকানপাট, মার্কেটগুলো এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা দেড়টা পর জানাজা শুরুর প্রস্তুতি চলার সময় বিপুল সংখ্যক পুলিশ প্যারেড মাঠের গেইট বন্ধ করে দিয়ে জানাজা পড়তে বাধা দেয় বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। এসময় উপস্থিত জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তারা রাস্তায় নামাজ পড়তে দাঁড়িয়ে যায় এবং সেখানে প্রথম জানাজা পড়েন। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি চালায়। এতে মানুষ উত্তেজিত হয়ে গেইট ভেঙ্গে প্যারেড মাঠে ঢুকে পড়ে। এবং মাঠে আরেকটি জানাজা নামাজ আদায় করেন। প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন নগর জামায়াতের আমীর মাওলানা সামশুল ইসলাম।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৯৭১ সালের আল-বদর বাহিনীর কমান্ডার ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে কার্যকর করা হয়।
নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করে চট্টগ্রাম মহানগর জামায়াত। অপরদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ যুদ্ধাপরাধী নিজামীর জানাজা প্রতিহিত করার ঘোষণা দেয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এম এ কাইছার উদ্দীন বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা নিজামীর ফাঁসি কার্যকর করায় চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আজ সকালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নিজামীর জানাজা প্রতিহত করতে গেলে বিনা উস্কানিতে জামায়াত শিবির ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ শিবিরের হামলা প্রতিহত করে। আমরা শিবিরের ওপর কোনো হামলা করিনি।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ জানান, চকবাজার এলাকায় প্যারেড ময়দানে নিজামীর গায়েবানা নামাজে জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী। গায়েবানা জানাজা বানচাল করতে পুলিশ ও ছাত্রলীগ গুলি চালায় বোমা হামলা চালায়। কিন্তু তাদের কোন বাধা মানেনি জনতা। শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে আমরা জানাজা পড়তে নিষেধ করি। কিন্তু তারা আমাদের বাধা অমান্য করে প্যারেড মাঠে জানাজা পড়েছে। এসময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বড় কোন ঘটনা ঘটেনি। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা ওসি। এলাকায় পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।