বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের সংক্ষিপ্ত জীবনী
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের সংক্ষিপ্ত জীবনী
ঝিনাইদহ প্রতিনিধি :: ইসলামী গবেষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৬১ সালে ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে বাবার বাড়ি হলেও তিনি গোবিন্দপুর গ্রামে জন্ম গ্রহন করেন৷
ঝিনাইদহ শহরের আলীয়া মাদরাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ঝিনাইদহ আলিয়া মাদরাসা থেকে ১৯৭৩ সালে দাখিল, ১৯৭৫ সালে আলিম ও ১৯৭৭ সালে ফাযিল পাস করেন৷ ১৯৭৯ সালে ঢাকা আলিয়া মাদরাসা থেকে আল-হাদীস বিভাগ থেকে ফার্স্ট ক্লাস নিয়ে কামিল পাস করেন৷ এরপর সৌদি আরবের আল ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে আরবী ভাষা ও সাহিত্যর ওপর ফাস্ট ক্লাস নিয়ে বিএ অনার্স শেষ করেন৷
এরপর ১৯৯২ সালে আরবী ব্যাকরণের ওপর একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন এবং ১৯৯৮ সালে আরবী ব্যাকরণের ওপর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷
দেশে ফিরে এসে ১৯৯৮ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন৷ ২০০৯ সালে তিনি ওই বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন৷ পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামী টক শো-তে নিয়মিত অংশ নিতেন আব্দুল্লাহ জাহাঙ্গীর৷ তিনি আরবী, ইংরেজি, হিন্দি, উর্দুতে পারদর্শী ছিলেন৷ তার প্রায় ১০টির বেশি গবেষণা কর্ম রয়েছে৷
আব্দুলস্নাহ জাহাঙ্গীর ঝিনাইদহ বাস টার্মিনালের পাশে আস-সুন্নাহ ট্রাস্ট নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন৷ এখানে সেখানে তিনি দ্বীনি ইলম, হাদীস, কোরআন শিক্ষাসহ বিনামূল্যে চিকিত্সা প্রদান, গরিবদের সহায়তা, ইসলামের প্রচারাভিযান চালাতেন৷ তার রচিত গ্রন্থসমূহ- তিনি ইসলামী বিভিন্ন বিষয়ে বেশ কিছু মৌলিক ও গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন৷
এ ছাড়া বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায়ও অনুবাদ করেছেন তিনি৷ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- এ ওম্যান ফ্রম ডিসার্ট, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদাহ, ইসলামে পর্দা, ইহয়াউস সুনান, রাসুলের সুন্নাত পদ্ধতি, রাহে বেলায়েত, হাদীসের নামে জালিয়াতি, মুসলমানী নেসাব, বাংলাদেশে উশর ও যাকাতের গুরুত্ব, বুহুস ফি উলুমুল হাদীস ইত্যাদি৷