বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » পাপিয়ার এ প্লাস পাওয়ার পরে লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে (ভিডিওসহ)
পাপিয়ার এ প্লাস পাওয়ার পরে লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে (ভিডিওসহ)
ঝিনাইদহ প্রতিনিধি :: (গত ২৯ বৈশাখ ১৪২৩ বাংলা তারিখ প্রকাশের পর পূণ প্রকাশ ৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ১০.১০মিঃ) ক্যান্সারে বাবা মারা গেছে ২০১০ সালে৷ তখন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে পাপিয়া৷ মা পরের বাড়িতে কাজ করে উপার্জিত আয়ে চলে মা-মেয়ের সংসার৷ শত কষ্ট আর অভাব অনটনের মধ্যেও স্বপ্ন ছিল লেখাপড়া শিখবে৷ হাজারো অভাব আর বাধার মধ্যে সে লেখাপড়া চালিয়ে গেছে৷
এবার পাপিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পেয়েছে৷ ইচ্ছা আর আন্তরিকতা থাকলে যে কোন কঠিন কাজেই যে সফলতা পাওয়া যায় তারই আদর্শ করনীয় এখন প্রত্যন্ত পাড়া গায়ের এই মেয়ে পাপিয়া৷
সে উপজলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের জটারপাড়া গ্রামের মৃত জালল উদ্দিনের একমাত্র মেয়ে৷ পাপিয়া দারিদ্রকে হার মানিয়ে এ পস্নাস পাওয়া খুশি তার বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসি৷ বুধবার তার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে সাবার মুখে মুখে এখন পাপিয়ার নাম৷ কিন্তু পাপিয়ার মা মমেনা বেগমের শঙ্কা হইতো অর্থের অভাবে মেয়ের উচ্চ শিক্ষার দরজা এবার বন্ধ হয়ে যাবে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, পাপিয়া অনেক মেধাবি৷ সে নিয়মিত স্কুলে উপস্থিত থাকতো৷ তার লেখাপড়ার খরচ স্কুল থেকে সহযোগীতা করা হতো৷ তাকে একটু সাহায্য করা হলেই সে একদিন দেশের অনেক বড় কিছু করে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস৷
পাপিয়ার মা মমেনা বেগম জানান, খুব কষ্ট করে মেয়ে লেখা পড়া শিখিয়েছি৷ অর্থের অভাবে ঠিক মতো পড়াতে পারিনি৷ আমার দুই ছেলে আলাদা আমি পরের বাড়িতে কাজ করে মেয়েকে এ পর্যন্ত লেখা পড়া শিখিয়েছি৷ এখন তো কলেজে ভর্তি করাতে হলে অনেক টাকা দরকার কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না৷