বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-থানচি সীমান্তে বিজিবি ক্যাম্পে মায়ানমার বিচ্ছিন্নতাবাদীদের মর্টার গোলা নিক্ষেপ
আলীকদম-থানচি সীমান্তে বিজিবি ক্যাম্পে মায়ানমার বিচ্ছিন্নতাবাদীদের মর্টার গোলা নিক্ষেপ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে মায়ানমার৷ বান্দরবান পার্বত্য জেলার আলীকদম-থানচি সীমান্তে মর্টার শেল হামলার খবর পাওয়া গেছে৷ বুধবার রাত দশটার সময় থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড়মদক এলাকায় বিজিবি ক্যাম্পকে লক্ষ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা পরপর তিনটি মর্টার শেল নিক্ষেপ করে৷ জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও পাল্টা মর্টার শেল নিক্ষেপ করে৷ জেলার থানচি-আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
স্থানীয় ও বিজিবি সূত্রে জানায়, গত বুধবার রাতে জেলার থানচি-আলীকদম উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত বুলুপাড়াস্থ বিজিবি ৫৭ ব্যাটালিয়নের অধীনে নির্মাণাধীন একটি ক্যাম্প লক্ষ্য করে তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়৷ এ ঘটনায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্যরা জড়িত বলে প্রাথমিক ধারণা করা হয়েছে৷ মর্টার শেলগুলো ক্যাম্প থেকে প্রায় ১০০ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়ে৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ প্রতিবাদে বিজিবি সদস্যরাও পাল্টা দুটি মর্টার শেল নিক্ষেপ করে৷ এ ঘটনার পর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন৷
বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বলেন, ‘মিয়ানমারের সীমান্তরক্ষীদের সঙ্গে আমরা কথা বলেছি৷ বিজিবি ক্যাম্প লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়নি৷ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে নিক্ষেপ করা তিনটি মর্টার শেল বিজিবি ৫৭ ব্যাটালিয়নের নির্মাণাধীন ক্যাম্পের ওপর দিয়ে হেলিপ্যাডে গিয়ে পড়েছে৷ তারপরও ঘটনার পর থেকে বিজিবি সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে৷ নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে৷’ ২০১৫ সালের জুলাইয়ে থানচি উপজেলার বড় মদকে বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছিল মিয়ানমার৷ ওই সময় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিজিবি সদস্যও আহত হয়েছিল৷