শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির কাঠাঁলতলীতে ঝুকিঁপূর্ণ ৬ তলা ইমারত : আতংকে এলাকাবাসী
রাঙামাটির কাঠাঁলতলীতে ঝুকিঁপূর্ণ ৬ তলা ইমারত : আতংকে এলাকাবাসী
ষ্টাফ রিপোর্টার :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মিঃ) রাঙামাটি পৌরসভা দেশের প্রথম শ্রেনীর একটি পৌরসভা, এই এলাকায় কি ধরনের দালান হবে তা নিয়ে নীতি নির্ধারকদের ভাবা উচিত ৷ এই বিষয়ে পিপলস ডেলী নিউজ২৪.কম অন লাইন পত্রিকায় গত ১৩ এপ্রিল শিরোনাম- রাঙামাটি পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী দালান নির্মান হচ্ছে কিনা ? একটি সংবাদ প্রকাশিত হয় জনস্বার্থে ৷ পরে সংবাদ কর্মী জনস্বার্থে অনুসন্ধান করতে গিয়ে কাঠালতলী এলাকায় গিয়ে দেখতে পায় ৬ তলা একটি ইমারত হচ্ছে এবং এলাকার জনগনের মতামত ভিত্তিতে পিপলস ডেলী নিউজ২৪.কম অন লাইন পত্রিকায় গত ১৫ এপ্রিল শিরোনামে- রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্রে কাঠাঁলতলী এলাকায় ৬ তলা ইমারত ঝুকিঁপূর্ণ ও এলাকাবাসীর ভয়ভীতি আরো ও একটি সংবাদ প্রকাশিত হয় ৷ এরপর সিএইচটি মিডিয়া ২৪.কম অনলাইন পত্রিকার সংবাদকর্মী জনস্বার্থে অনুসন্ধান করে গত ২১ এপ্রিল শিরোনামে রাঙামাটিতে নির্মিত হচ্ছে আইন অমান্য করে বহুতলা ভবন আরো ও একটি সংবাদ প্রকাশিত হয়৷ সূত্রে জানা যায়, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন বরাবর একটি আবেদন আসে যার বিষয়: কাঠাঁলতলী এলাকায় আইএফআইসি ব্যাংকের পাশ্বে ৬ তলা ভবন ঝুকিঁপূর্ণতা নিকটবর্তী প্রতিবেশীদের আতংক ও সরজমিনে তদন্তের জন্য আবেদন৷ বিষয়টি যোগাযোগ করলে জানা যাই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় এই বিষয়ে পৌরসভা মেয়র বরাবর নিদের্শনা দেন যে, তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী ১৮ মে তারিখের মধ্যে জেলা প্রশাসন বরাবর জমা দেওয়া দেওয়ার নির্দেশনা দেন৷ সূত্রে আরো জানা যায় উক্ত এলাকার ৬ তলা ভবনের পাশের প্রতিবেশী পৌরসভা হতে নকশার অনুমোদিত কপি এর ফটোকপি ১৯ এপ্রিল তথ্য আইনে তথ্য প্রাপ্তির আবেদন ফরমে চাওয়া হয় যা এখনও উক্ত প্রতিবেশী পৌরসভা হতে নকশার অনুমোদিত কপি এর ফটোকপি পাননি৷ এই ইমারতের বিষয়টি ঝুকিপূর্ণ নয় জনস্বার্থে পরিস্কার করা উচিত এলাকাবাসী মনে করেন৷ আতংকে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।