শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » কিশোরগঞ্জ » হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় প্রচারাভিযান
হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় প্রচারাভিযান
আমির হামজা ,রাউজান প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে রক্ষায় সচেতনতামূলক প্রচার অভিযানে নেমেছে রাউজানের প্রথম অনলাইন নিউজ পোর্টাল রাউজান নিউজ২৪ডটকম। প্রচারাভিযানে লিফলেট ফেষ্টুন নিয়ে নদীর তীরবর্তী মানুষের উদ্দেশ্যে মা মাছ নিধনের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানানো হয়।
নদীতে জালপাতার ব্যাপারে সতর্ক করা হয়। এই কর্মসূচির অংশ হিসাবে ১৩ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌপথে ঘাটে ঘাটে হালদা পাড়ের মানুষকে মা মাছ রক্ষায় সভা করেন প্রচারাভিযানে অংশগ্রহনকারীরা। এই অভিযানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হালদা রক্ষা জাতীয় কমিটির সভাপতি মঞ্জুরুল কিবরিয়া, কমিটির সাধারণ সম্পাদক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী, দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আলমগীর সবুজ, ব্যাংকার মফজ্জল হোসেন, পাইওনিয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুভময় দাশ গুপ্ত রাজু, পরিবেশবাদী নুরুল আবসার, সমাজ সেবক শামীম আল আজাদ, কলামিষ্ট স.ম.জাফর উল্লাহ, কালের কন্ঠের চট্টগ্রাম ব্যুরোর মাকিটেং বিভাগের প্রধান আলমগীর হায়দর, মার্চেন্টন্ডেজার সাইফুদ্দীন নজরুল, রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সুমন,প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী, আইনজীবি পলাশ বড়ুয়া, দৈনিক পূর্বকোণ পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম,রাউজান ছাত্র ফোরামের সভাপতি আহসান হাবিব চৌধুরী, ব্যবসায়ী জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আয়ুব খান ও এসএম মুজিব, মোহাম্মদ আজিজ প্রমুখ।
কর্মসূচির তত্বাবধান করেন রাউজান নিউজ২৪.ডটকমের প্রধান সম্পাদক মীর মোহাম্মদ আসলাম, সম্পাদক কামরুল ইসলাম বাবু ও প্রধান প্রতিবেদক আমীর হামজা প্রমূখ।
প্রচারাভিযানকালে পশ্চিম গহিরা এলাকায় স্থানীয়দের এক সমাবেশে বক্তব্য রাখেন ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও হালদা প্রেমি মোহাম্মদ নজরুল ইসলাম। এই সমাবেশ থেকে আলোচকগণ হালদা নদীকে জাতীয় নদী ঘোষনার দাবি জানান।