শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে রাজনীতির প্রতিহিংসায় মকবুল চাকমাকে হত্যা
রাঙামাটিতে রাজনীতির প্রতিহিংসায় মকবুল চাকমাকে হত্যা
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলায় নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নানিয়ারচরে এ হামলার ঘটনার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মকবুল চাকমাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মকুল চাকমা নানিয়ারচর উপজেলার সদর বাজার থেকে টিএন্ডটি এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় তাকে এক দুর্বৃত্ত পিছন দিকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
সূত্র জানায়, মৃত মকুল চাকমা সম্প্রতি স্থানীয় পার্বত্য এলাকার আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন। প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটেছে বলে স্থানয়িরা ধারনা করছেন।
নানিয়ারচর থানার উপপরিদর্শক মোঃ শাহ জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কে বা কারা গুলি করলে মকবুল চাকমা নামের ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে সে মৃত্যুবরন করে।