শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত
গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩নং গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয় ৷ এ উপলক্ষে সকাল ১০ টার দিকে গোলাবাড়ী ইউ.পি সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ উক্ত কাউন্সিলের শুভ উদ্ধোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা ৷ অনুষ্ঠিত কাউন্সিলে ৩নং গোলাবাড়ী ইউ.পির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্টেয়ারিং কমিটি চেয়ারম্যান মো: মনির হোসেন খান ৷ বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সদস্য নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সনজিব ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আজম সদর আওয়ামী সাধারণ সম্পাদন চন্দন কুমার দে প্রমূখ ৷
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ৩নং গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দদের উপস্থিতে ভোটাভোটির মাধ্যমে সভাপতি পদে ৩নং গোলাবাড়ী ইউ.পির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক পদে গোলাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য কংচাই মার্মা নির্বাচিত হয় ৷আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১. ৪২ মিঃ