শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ
নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ
ষ্টাফ রিপোর্টার :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) বাংলাদেশে বৌদ্ধ ধর্মে জন্ম নেয়াটাই যেন এক অভিশাপ। পরের মঙ্গলের জন্য ও আত্মমানবতার সেবার কল্যাণের ব্রতী নিয়ে স্ত্রী পুত্র ও সংসার ত্যাগ করে থাকেন বৌদ্ধ ভিক্ষুরা ।
১৪ মে শনিবার বান্দরবান পাবর্ত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া বৌদ্ধ বিহারের ৪শ গজ পশ্চিমে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত কুঠিরে একাকি অবস্থানরত বৌদ্ধ ভিক্ষু উ: ধাম্মা উয়াচা (বাংলায়-ধর্ম বংশ) ৭৭, কে গলার পিছনে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিসহ নৃশংস এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শান্তি দাবী করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি ডা. বাদল বরণ বড়ুয়া,সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সাংগঠনিক সম্পাদক জিনপদ বড়ুয়া,যুগ্ম সম্পাদক সুমেধু বড়ুয়া,ডা.উদয়ন বড়ুয়া ও মহিলা বিষয়ক সম্পাদীকা সুমনা বড়ুয়া প্রমুখ।
বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া, সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া,যুগ্ম সম্পাদক সুবিমল বড়ুয়া পাংখু,সহঅর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক অলকপ্রিয় চৌধুরী,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রনজিত বড়ুয়া ও মহিলা বিষয়ক সম্পাদীকা সবিতা মুৎসুদ্দী প্রমুখ।
এ ঘটনায় তীব্র নিন্দা,প্রতিবাদ এবং শোক জানিয়েছেন বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি শাখার সভাপতি উদয়ন বড়ুয়া ও সাধারন সম্পাদক ধীমান বড়ুয়া প্রমুখ।
এছাড়া নাইক্ষ্যংছড়ি’র উপর চাক পাড়া বৌদ্ধ বিহারের বৌদ্ধ ধর্মীয় নেতা মংশৈউ চাক (৭৭)কে গলা কেটে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা বৌদ্ধ উন্নয়ন ও সুরক্ষা কমিটি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদ, পুরাতন রুমখাঁ বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদ, মধ্যমরত্না বৌদ্ধ যুব মৈত্রী সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। দ্রুত পদক্ষেপ নেয়া না হলে মানববন্ধন, র্যালী করে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলে নিশ্চিত করেন সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া, সহসভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, সম্পাদক- মেধু কুমার বড়ুয়া, বিপ্র বড়ুয়া, আদর্শ বড়ুয়া, পলাশ বড়ুয়া, বিজন বড়ুয়া, মিলন বড়ুয়া, প্রভাত বড়ুয়া, জয়াংশু বড়ুয়া, শিশু বড়ুয়া, উনন বড়ুয়া, পিকু বড়ুয়া, সুবেল বড়ুয়া, বিজন বড়ুয়া, বাপ্পু বড়ুয়া ও জুবেল বড়ুয়া প্রমুখ।