শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন
পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন
কাউখালী প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরের একমাত্র ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন গত সোমবার ৯ মে২০১৬ বিদ্যালয়ে সম্পন্ন হয় ৷
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিদ্যালয়ে অধ্যায়নরত ৮৬৬ জন অভিভাবক (ভোটার) সরাসরি তাদের ভোট প্রয়োগ করে তাদের ৮জন প্রার্থীর মধ্যে ৪জন অভিভাবককে নির্বাচিত করেন ৷ অভিভাবক প্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মং মং মারমা (চেয়ার) প্রাপ্ত ভোট-৪৭২ প্রথম৷ সজল চাকমা (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৩৩৩ দ্বিতীয়, মোঃ ইমাম উদ্দিন (কম্পিউটার) প্রাপ্ত ভোট-৩২২ তৃতীয়৷ স্বপন সাহা (ফুটবল) প্রাপ্ত ভোট ৩১৪ চতুর্থ ৷
প্রিজাইডিং অফিসার ও কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী সফিকুল ইসলাম বলেন কাউখালী উপজেলার এমাত্র ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান হলো এই পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়৷ এবারের অভিভাবক নির্বাচন খুবই সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে তিনি দাবি করেন ৷ তা ছাড়া অভিভাবক ভোটাররা স্বতস্পুর্তভাবে বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷
উল্লেখ্য যে, কাউখালী উপজেলা সদরের একমাত্র ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান হলো এই পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ৷ দীর্ঘ ১১বছর বিদ্যালয় পরিচালনা কমিটির কোন নির্বাচন ইতিপুর্বে হয়নি ৷ পুর্বের বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্ঠি হয় ৷ বিদ্যালয় পরিচালনা কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে ৷ দীর্ঘ ১১বছর পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আর কোন অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়নি ৷ এবার সরকারের বিধি বিধান অনুসরন করে এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানা যায় ৷