রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা : ২ রোহিঙ্গাসহ আটক ৩
নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা : ২ রোহিঙ্গাসহ আটক ৩
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪০মিঃ) বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে বৌদ্ধভিক্ষু মং শু ইউ (৭০)হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) ও আব্দুর রহিম (২৯)।
শনিবার রাতে নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, বৌদ্ধভিক্ষু হত্যার ঘটনায় চাক সম্প্রদায়ের একজনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
উপর চাকপাড়া বৌদ্ধ মন্দিরটি দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের নির্জন স্থানে ধর্মীয় রীতিনীতি পালনের অংশ হিসেবে তিনি দুই বছর ধরেই সেখানে ধ্যান করছিলেন।
গত শনিবার ভোরে বাইশারি ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধবিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু ঊ গানিন্দা মং শু ইউকে গলা কেটে হত্যা করা হয়। সকালে পূজারিরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেন।