বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টদের কর্ম বিরতি
গাজীপুরে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টদের কর্ম বিরতি
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৪ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মিঃ) মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে ১০দফা দাবী আদায়ের লক্ষে ১৮ মে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতী পালন করেছে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখার সকল কর্মচারীরা৷
১৮ মে বুধবার সকাল ১০ থেকে ১২ পর্যনত্ম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে দেখা গেছে, ১০দফা দাবী আদায়ের লক্ষে হাসপাতালের ডিসপেনসারী, প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগের দরজা জানালা বন্ধ করে নোটিশ টানিয়ে কর্মবিরতী পালন করছে কর্মচারীরা৷
কর্মবিরতী চলাকালে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে শতশত রোগী ডিসপেনসারীর সামনে, এক্স-রে বিভাগের সামনে, প্যাথলজি বিভাগের সামনে দাঁডিয়ে রয়েছে৷ সবচেয়ে বেশী কষ্ট করছে নারী ও শিশু রোগীরা৷
শিশুর চিকিত্সা নিতে আসা রহিমা বেগম বলেন, আমার এক বছরের ছেলেকে ডাক্তার দেখে ওষুধ লেখার পর হাসপাতালের ডিসপেনসারী বন্ধ থাকায় ওষুধ না নিয়ে চলে যাচ্ছি৷
মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক প্যাথলজি টেকনোলজিষ্ট মোঃ মোমেন হোসেন মোলস্না ও সদস্য সচিব ফার্মাসিষ্ট মোঃ আতাউর রহমান-১ জানান, ১০দফা দাবী আদায়ের লৰে কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে আমরা আজ ১৮ মে বুধবার সকাল ১০ থেকে ১২ পর্যনত্ম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতী পালন করেছি৷ আগামীকাল ১৯ মে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১২ পর্যনত্ম কর্মবিরতী পালন করবো৷ সরকার আমাদের ১০দফা দাবী মেনে না নিলে আমরা লাগাতার কর্মবিরতী পালন করবো৷