বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে একটি কলা গাছে ১৬টি তোড়
বিশ্বনাথে একটি কলা গাছে ১৬টি তোড়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: (৪বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মিঃ) সিলেটের বিশ্বনাথে ১টি কলা গাছে ছোট-বড় ১৬টি তোড় আসা নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে৷ উপজেলার মুফতিরগাঁও গ্রাম এলাকায় চড়চন্ডি খালের পাড়ে (আল-হাবিব কমিউনিটি সেন্টারের সামনে) অদ্ভুত ঘটনাটি ঘটে৷ মুহুর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে৷ আর এক নজরে ১৬টি তোড় আসা সেই কলা গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন উত্সুক মানুষ৷
স্থানীয় সূত্রে জান গেছে, ১৮ মে মঙ্গলবার দুপুরে হঠাত্ জনৈক ব্যক্তির চোখে ধরা পড়ে একাধিক তোড়’সহ কলা গাছটি৷ এরপর এক এক করে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা৷ গাছটি দেখতে এসে বিভিন্ন রকমের মন্তব্যও করেন তাঁরা৷ কেউ বলছেন বিষয়টি অলৌকিক৷ কেউ বলছেন সমাজে পাপ বৃদ্ধি পাওয়ায়, আমাদেরকে সতর্ক করতেই সৃষ্টিকর্তা এমন নজির সৃষ্টি করেছেন৷ কেউ বলছেন এটি অকল্পনীয়৷ কেউ বলছেন গরীব মানুষসহ কঠিক রোগে আক্রান্ত ব্যক্তিরা কলা গাছের তোড় ধোয়া পানি পান করে যাতে সহজে ভাল হতে পারের সেজন্য সৃষ্টিকর্তা এমন নজির স্থাপন করেছেন৷
মুফতিরগাঁও গ্রামের শামীম আহমদ চিশতিয়া বলেন, সোমবার থেকে কয়েক হাজার মানুষ তোড় আসা কলা গাছটি দেখতে এসেছেন৷ অনেকে আবারও তোড় ধোয়া পানিও বোতলে ভর্তি করে নিয়ে গেছে৷ এটি একটি অলৌকিক ঘটনা৷
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, একটি কলা গাছে একটি তোড় আসারই কথা, ১৬টি তোড় আসার বিষয়টি অকল্পনীয়৷