রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সুইমিং পুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুইমিং পুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে চার্লিং রোজারিও (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷
২০ মে শুক্রবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত শিশু ওই ইউনিয়নের ছাইতান গ্রামের প্রবাসী ববি রোজারিও’র মেয়ে৷ সে স্থানীয় গঠনিকা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়ে৷
নিহত শিশুর মা লাকী রোজারিও আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুরে চার্লিং তার সাথে মেঘবাড়ী রিসোর্টে ঘুরতে গিয়ে গোসল করতে রিসোর্টের সুইমিং পুলে নামে৷ এ সময় লাকী রোজারিও তার ৩ বছর বয়সী আরেক মেয়ে অঙ্কিতাকে নিয়ে পাশেই অবস্থান করছিলেন৷ গোসলের এক পর্যায়ে ওই শিশু সুইমিং পুলের পানিতে ডুবে যায়৷ পরে রিসোর্টের অন্য দর্শনার্থীদের সহযোগিতায় তাকে মৃত উদ্ধার করা হয়৷ পরে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
তবে লাকী রোজারিও অভিযোগ করেন, সুইমিং পুলের পানি ঘোলা থাকায় সে পানিতে ডুবে গেলেও অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেন দর্শনার্থীরা৷
মেঘবাড়ী রিসোর্টের পরিচালক সিরাজুল আলম খান সেলিম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, মায়ের অবহেলার কারণে শিশুটি সুইমিং পুলে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে৷
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে মেঘবাড়ী রিসোর্টের সুইমিং পুলে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷