রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৪জনের ফাঁসির আদেশ
গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৪জনের ফাঁসির আদেশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ৮.৩২মিঃ) গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়৷
২২ মে রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া জনাকীর্ন আদালতে এ আদেশ দেন৷
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টঙ্গীর এরশাদ নগর এলাকার মোঃ রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)৷ তারা পলাতক রয়েছেন৷
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোঃ মকবুল হোসেন কাজল ও আতাউর রহমান জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে৷
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে টঙ্গী থানায় মামলা করেন৷ শুনানী শেষে রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া হত্যার ঘটনায় প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চাঁদা দাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন৷
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ফয়েজ উদ্দিন৷