মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » যুবকের পেট থেকে ইয়াবার চালান উদ্ধার
যুবকের পেট থেকে ইয়াবার চালান উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে নূরুল ইসলাম (৩০) নামে এক যুবকের পেট থেকে ইয়াবার চালান উদ্ধার করেছে পুলিশ৷ অভিনব পদ্ধতিতে তিনি কনডমের ভেতর ৩৫০ পিস ইয়াবা রেখে সেটি গিলে বহন করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
২২ মে রবিবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷
২৩ মে সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে৷
আটক নূরুল ইসলাম কঙ্বাজার জেলার উখিয়া উপজেলার বালুগালি গ্রামের আব্দুর রহমানের ছেলে৷ তার সঙ্গী ছিলে হাছেন আলীর ছেলে নূরুল ইসলাম (২৫)৷ তার কাছ থেকেও ১০০ পিস ইয়ারা উদ্ধার করে পুলিশ৷
এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, নূরুল ইসলামের (২৫) কাছ থেকে ১০০ পিস ও নূরুল ইসলামের (৩০) পেট থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ ইয়াবাগুলো শ্রীপুরে এক নারী ব্যবসায়ীর কাছে সরবরাহের কথা ছিল৷
গাজীপুর ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান জানান, ইয়াবাগুলো সাদা পলিথিন, স্কচটেপ ও কনডমে মুড়িয়ে গিলে ফেলে বহনকারী৷ পরে বিশেষ ওষুধ খেয়ে সেগুলো পায়ুপথ দিয়ে বের করে সংশ্লিষ্টের কাছে সরবরাহ করা হয়৷
এ প্রসঙ্গে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম সরকার জানান, একজন সার্জারি বিশেষজ্ঞের মাধ্যমে পায়খানা তরল করার জন্য নূরুল ইসলামকে (৩০) ওষুধ খাওয়ানো হয়৷ পরে পাতলা পায়খানার মাধ্যমে সেগুলো বের করা হয়৷
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক অজয় দাস জানান, এ ঘটনায় গাজীপুর ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন৷