মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় অপহরণকারি চক্রের হাত থেকে যুবক উদ্ধার,আটক ১
ভাঙ্গুড়ায় অপহরণকারি চক্রের হাত থেকে যুবক উদ্ধার,আটক ১
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল গ্রামবাসীর সহায়তায় অপহরণকারি চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন৷ এসময় অপহরণকারিদের হাতে আটক এক হিন্দু যুবককে উদ্ধার করা হয়েছে৷ আটককৃত ব্যক্তির নাম মকবুল হোসেন(২৮)৷ সে ভাঙ্গুড়া পৌরসভার টলটলিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র৷ উদ্ধারকৃত যুবকের নাম সনোত বিশ্বাস দৈউরী৷ তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লাঙ্গলবাড়ি গ্রামের বিশ্বনাথ বিশ্বাস দৈউরীর পুত্র৷ তারা পেশায় মূর্তি কারিগর৷
সনোত বিশ্বাস জানান,গত সোমবার সন্ধ্যায় পাবনা শহরে মূর্তি তৈরীর অর্ডার নিতে এসে বাসটার্মিনালে মকবুল হোসেনসহ কয়েক ব্যক্তির সঙ্গে একটি টেবিলে খেতে বসেন৷ তার পর তিনি কিছু বলতে পারেননি৷ তবে চেতনা ফিরে পেয়ে তিনি বাঁধের উপর একটি দোকানে কয়েকজনের সঙ্গে রয়েছেন বলে বুঝতে পারেন৷ এসময় মকবুল সনোতের নিকট থেকে তার পিতার মোবাইল নম্বর নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ সনোতের পিতা মকবুলের মোবাইলে ২০ হাজার টাকা বিকাশও করেন৷ কিন্তু পুরো টাকা না পাওয়া পর্যন্ত তারা সনোতকে পারভাঙ্গুড়া বাঁধের একটি দোকানে আটক রাখে৷ পায়খানা যাবার কথা বলে সনোত দৌড়িয়ে পালানোর চেষ্টা করেন৷ মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান,স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে পৌরসভার জগাতলা বাজারে অপরিচিত ঐ যুবককে ছোটাছুটি করতে দেখে ধরে ফেলে তাকে খবর দেন৷ সনোতের কাছে সব কথা শুনে লোকজন মকবুলকে তার বাড়ি থেকে আটক করেন৷ পুলিশ জানায় মকবুল অপহরণকারি দলের একজন সক্রিয় সদস্য এবং এ ঘটনার সাথে কবির ও সুমন নামের আরও দু’ব্যক্তি জড়িত রয়েছে৷ ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে৷