মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » ধর্ম » মারজিন বিহারে বুদ্ধ পূর্ণিমা সম্পন্ন
মারজিন বিহারে বুদ্ধ পূর্ণিমা সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) বোয়ালখালী পৌরসভার কধুরখীল মারজিন বিহারে গত ২২ মে সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শিলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে বৌদ্ধ মহান ত্রি- স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও প্রয়াত বিহারাধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাস্থবির এর ১৮ তম প্রয়াণ দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যে উদযাপন করা হয়েছে।
এ কর্মসূচির জাতীয় ও ধর্মীয় পতেকা উত্তোলন, পূষ্প পূজা, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, মায়ানমার থেকে আনীত শ্বেত পাথরের বুদ্ধর জীবন্যাস ও আলোচনা সভা। মারজিন বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু’র উপস্থাপনায় অনুষ্টিত সভায় সদ্ধর্ম আলোচনা করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের আবাসিক আলোকমিত্র স্থবির, সত্যানন্দ স্থবির ও প্রজ্ঞামিত্র ভিক্ষু । ধর্ম সভায় সূচনা বক্তব্য রাখেন শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক চিত্তরঞ্জন বড়ুয়া । ২য় পর্বের সন্ধ্যায় মারজিন বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু র সভাপতিত্বে অনুষ্টিত এতে পঞ্চশীল প্রার্থনায় অংশনেন যতিশ চন্দ্র বড়ুয়া।
২য় পর্বে উপস্থাপনায় ছিলেন উত্তম কুমার বড়ুয়া।
এই সভায় আলোচনায় অংশ গ্রহন করেন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, দূবর্ত্তের হাতে নিহত বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষাংছড়ি বাইশাড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মংশু ইউ ভিক্ষুর পারলৌকিক নির্বাণ সুখ কামনা করা হয় এবং নৃশংস হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
পরে হাজারো বার্তি প্রজ্জ্বলনের মাধ্যমে দিনের কর্ম সূচীর সমাপ্তি ঘটে।