বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে চেয়ারম্যন প্রার্থী ডেইজি ও আব্দুল হাইয়ের গোপন তথ্য
নবীগঞ্জে চেয়ারম্যন প্রার্থী ডেইজি ও আব্দুল হাইয়ের গোপন তথ্য
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.২০মিঃ) ধীরে ধীরে বেড়িয়ে আসছে নবীগঞ্জের বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই (৭০) ও তার ২য় স্ত্রী ডেইজি সিদ্দিকার নানা গোপন তথ্য৷ এনিয়ে ইউনিয়নবাসীর মধ্যেও চলছে নানা আলোচনা-সমালোচনা৷ একদিকে ডেইজি সিদ্দিকার নির্বাচনী প্রচারণার অশ্লীল পদ্ধতি ও অন্যদিকে তার স্বামীর অতীতের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড নিয়ে এলাকায় প্রতিদিন মুখরোচক আলোচনা হচ্ছে৷ জানা যায়, বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বিগত কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে একটি সালিশ বিচারে যান৷ ওই বিচারটি ছিলো ডেইজি সিদ্দিকা ও তার প্রাক্তন স্বামীকে নিয়ে৷ ওই সালিশ বিচারে আব্দুল হাইয়ের নজরে পড়ে সুন্দরী ডেইজি সিদ্দিকা৷ পরে বৃদ্ধ বয়সে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তিনি ডেইজি সিদ্দিকাকে বিয়ে করেন৷ ইতিপূর্বেও ডেইজি সিদ্দিকা’র আরো তিনটি বিয়ের খবর পাওয়া গেছে৷ আব্দুল হাই ও ডেইজি সিদ্দিকার এ বিয়ে কোনভাবেই মেনে নিতে পারেই আব্দুল হাইয়ের ১ম স্ত্রী ও তার সন্তানরা৷ এনিয়ে পারিবারিক কলহ দীর্ঘদিন যাবত্ চলে আসছে৷ এছাড়াও আব্দুল হাই এর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির টাকা আত্মসাত ও ভূমি দখলের এন্তার অভিযোগ রয়েছে৷ আসন্ন বাউসা ইউপি নির্বাচনে ইমেজ সংকটে থাকা সু-চতুর আব্দুল হাই নিজে প্রার্থী না হয়ে তার সুন্দরী স্ত্রী ডেইজি সিদ্দিকাকে চেয়ারম্যান প্রার্থী করায় ইউনিয়নবাসীর মধ্যে নানা সমালোচনা চলছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক বাউসা ইউপির বদরদী গ্রামের জনৈক মুরুব্বী বলেন, আব্দুল হাই এর স্ত্রী’র অশ্লীল পদ্ধতিতে নির্বাচনী প্রচরণায় আমরা ইউনিয়নবাসী লজ্জা বোধ করছি৷ নির্বাচনে ভরাডুবির কথা বুঝতে পেরে ডেইজি সিদ্দিকা প্রলোভনের মাধ্যমে যুব সমাজের কাছ থেকে ভোট আদায়ের চেষ্ঠা করছেন৷ তবে তার এ চেষ্ঠা ব্যর্থ হবে বলে আমরা মনে করি৷