বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ার পদুয়ায় শীলক খালের ওপর সেতুর দাবিতে মানববন্ধন
রাঙ্গুনিয়ার পদুয়ায় শীলক খালের ওপর সেতুর দাবিতে মানববন্ধন
মোহাম্মদ আব্দুর রহিম, পদুয়া(রাঙ্গুনিয়া) থেকে ফিরে :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) সারাদেশে বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার দ্রুত বৃদ্ধির এ সময়ে নাগকির সুবিধা বঞ্চিত রয়েছেন বান্দরবান সীমান্ত সংলগ্ন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের যোগাযোগ ক্ষেত্রে চরমভাবে অবহেলিত এক হাজারেরও বেশি নারী-পুরুষ৷ ২৫ মে বুধবার দুপুরে শীলক খালের ওপর একটি আরসিসি সেতু নির্মাণের দাবিতে এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এসব মানুষ৷ সেতুটি স্থাপিত হলে এসব বাসিন্দা পটিয়াসহ চট্টগ্রাম শহরের সাথে সরাসরি সকড়পথের যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে৷
এ মানববন্ধ কর্মসূচিতে আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী (বৈদ্যতিক পাখা প্রতীক) মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসব গ্রামবাসী অংশ নেন৷ পদুয়া ইউনিয়নের নাইচছাভিটাসহ ৬টি পাড়া/গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বর্ষাকালে চরম দুর্ভোগের সম্মুখিন হন সেতু সমস্যার কারণে৷ শীলক খালের নাইচ্ছাভিটা নামক স্থানে প্রায় ১০০ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হলেও প্রতিবছরের বর্ষায় বানের পানির স্রোতে বিধস্ত হয়ে পড়ে৷ প্রতিবছর ২/৩জন মানুষও এ কাঠেল নির্মিত সেতু পারাপাারের সময় অকালে মারা যায়৷ রাঙ্গুনিয়া উপজেলা অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সরকারের উচ্চ মহলে বহুবার দাবি জানানো সত্বেও কাঠের সেতু ব্যবহারকারী প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত সমস্যার সমাধানে এগিয়ে আসেনি৷ নজর বা খবরদারিও নেই জনপ্রতিনিধি,সমাজ নেতা এবং সরকারের উচ্চ মহলের কোন কর্তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের৷ কেবল নির্বাচন আসলেই প্রার্থীরা এলাকায় এসে সেতু নিমৃাণসহ সব সমস্যার সমাধ কর াহবে বলে ঘোষণা দিয়ে চলে যান, কিন্তু বাস্তবে কোন পরিকল্পনা বা বাস্তবায়ন নেই৷
নাগরিক অধিকার বঞ্চিত এক হাজারেরও বেশি নারী-পুরুষ এবং শিশু-কিশোর পদুয়া ইউনিয়নের নাইচ্ছাভিটা এলাকায় একটি আরসিসি সেতু নির্মাণের দাবিতে এক সমাবেশ করেছে বুধববার দুপুরে৷ সমাবেশ শেষে একই দাবিতে বিশাল মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হয়৷ মানববন্ধনে অংশগ্রহণকারী ৯ ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম, স্থানীয় বাসিন্দা আবু তৈয়ব,মোহাম্মদ নাছের,মো.নাজিমসহ বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের জানান, শীলক খালের পশ্চিম পাড়ের ৬টি গ্রামের শত শত শিশু-কিশোর শিক্ষার্থী এ ঝূুকিপুর্ণর্ কাঠের সেতু ব্যবহার করেই প্রতিদিন স্কুল ও মাদ্রায় যাতায়াত করে থাকে৷ গর্ভবতী মাসহ মুমুর্ষ রোগীদের পরিবহণও ঝূঁকিপূর্ণ ভাবে করতে হয়৷ সেতুর অভাবে অ্যাম্বুলেন্স, মৃত ব্যক্তির লাশ পরিবহণ ও স্থানীয় ভাবে উত্পাদিত কৃষিপণ্য দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌছাঁনো সম্ভব হয়না৷ ফলে হয়রানীর শিকার হতে হয় প্রায় ১০ হাজার মানুষকে৷ এসব গ্রামে বসবাস রয়েছে মুসলিম হিন্দু এবং বৌদ্ধ সমপ্রদায়ের প্রায় ১০ হাজার মানুষ বা প্রায় ৪ হাজার পরিবার৷ এলাকাবাসী নাগরিক সুবিধা নিশ্চিতে নাইচ্ছাভিটা এলাকায় শীলক খালের ওপর আরসিসি সেতু স্থাপনের জন্যে সরকারের উচ্চ মহলে জোরালো দাবি তুলেছেন সুবিধা বঞ্চিত মানুষ৷