শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটি মেডিকেল কলেজ ঘিরে পাহাড়ী বাঙ্গালীর সম্প্রীতি আরো উন্নত হবে: ড. ইফতেখার চৌধুরী
রাঙামাটি মেডিকেল কলেজ ঘিরে পাহাড়ী বাঙ্গালীর সম্প্রীতি আরো উন্নত হবে: ড. ইফতেখার চৌধুরী
নির্মল বড়ুয়া মিলন ::(১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.৪০মিঃ) পার্বত্য এলাকায় পাহাড়ী বাঙ্গালীর যে সৌহার্দ্যপুর্ন সম্প্রীতি রয়েছে রাঙামাটি মেডিকেল কলেজকে ঘিরে এ সম্প্রীতি আরো সমৃদ্ধ হবে আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. ইফতেখার চৌধুরী৷
২৭ মে শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. ইফতেখার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সাথে নিয়ে রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন৷
তিনি আরো বলেন, অনগ্রসর এলাকা হিসেবে রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপন করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট, অনগ্রসর এলাকাগুলো উন্নত করা এ কলেজ তারই উন্নয়নের একটি অংশ৷ মেডিকেল কলেজ স্থাপনে যে তিনটি মুখ্য বিষয় শিক্ষক স্বল্পতা, যন্ত্রপাতি ও ভুমি অধিগ্রহন৷ সব বিষয়ই এক বছরের মধ্যে আমরা কাটিয়ে উঠেছি৷ আগামীতে এই মেডিকেল কলেজের উন্নয়নের জন্য সকল বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্বক্ষনিক রাঙামাটি মেডিকেল কলেজের সাথে থাকবে বলেন ভিসি অধ্যাপক ড. ইফতেখার চৌধুরী ৷
রাঙামাটি মেডিকেল কলেজ এক বছরে যে সক্ষমতা অর্জন করেছে সেজন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান৷
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের ডিন ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও সকল ডিনদের সাথে নিয়ে তিনি মেডিকেল কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রীদের থাকার হোস্টেল, হোস্টেল নির্মাণ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড ও সংশ্লিষ্ট বিভাগসমুহ ঘুরে দেখেন৷
পরিদর্শন শেষে তিনি রাঙামাটি মেকিল কলেজের কর্মরত শিক্ষকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন৷ এসময় ডা.শামছুল হক মল্লিক, ডা. রওনক জাহান, ডা. গৌরব দেওয়ান, ডা. হাবিবুল ইসলাম, ডা. প্রসুন বড়ুয়া ও ডা. এহছানুল হক উপস্থিত ছিলেন৷
ভিসি’র স্বাক্ষাৎকারটি ভিডিও দেখতে ক্লিক করুন :