রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না
আলীকদমে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ( ১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) বান্দরবানের আলীকদমে আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও সর্বমহলে গ্রহনযোগ্যভাবে অনুষ্ঠানের জন্য ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ও পুলিশ মোতয়েনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলীকদম উপজেলায় মনোনয়ন প্রাপ্ত ৩ চেয়ারম্যান প্রার্থী৷
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩নং নয়াপাড়া ইউনিয়নে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী জুলফিকার আলী ভূট্টো ৷ এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ১নং আলীকদম ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইউনুচ মিয়া ও ২নং চৈক্ষং ইউনিয়নের প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ফরিদ আহাম্মদ, লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুবনেতা আবুল হাসেম ও শ্রমিক নেতা মোঃ কামাল উদ্দিন প্রমুখ ৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী ৩টি ইউনিয়নের সুনির্দিষ্ট ১১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী নিয়োগের দাবী তুলেন ৷ এসব কেন্দ্রগুলো হচ্ছে ১নং আলীকদম ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্র, ২নং চৈক্ষং ইউনিয়নের ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং নয়াপাড়া ইউনিয়নের ৩, ৮ ও নম্বর ওয়ার্ড ৷
এছাড়াও সংবাদ সম্মেলনে তিন প্রার্থী নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে ৫টি দাবী তুলে ধরেন৷ দাবীগুলো হচ্ছে- ১. চারটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করে সন্ত্রাসী-ক্যাডার বাহিনীর আক্রমণ থেকে ভোট কেন্দ্র রক্ষা, ভোট কারচুপি, জালভোট ও ভোট ক্রয়-বিক্রয় বন্ধ করা ৷
২. উপজাতীয় ভোটারদের নির্বিঘ্নে ও বিনাবাধায় ভোটদানে নিরাপত্তা প্রদান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর সজাগ দৃষ্টি রাখা।
৩. বহিরাগত আওয়ামীলীগ নেতাকর্মী, ক্যাডার ও সন্ত্রাসীদের নির্বাচনের পূর্বে আলীকদম ত্যাগের নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা।
৪. উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করা ও ৫. নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র এলাকায় সেনাবাহিনীর টহল ও তত্পরতা জোরদার করা ইত্যাদি ৷
নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরকার দলীয় প্রার্থীকে অবৈধভাবে বিজয়ী করতে বিতর্কিত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ভোট গ্রহণের দায়িত্ব দিয়েছেন ৷ এক প্রশ্নের উত্তরে সদর ইউনিয়নের বিএনপি প্রার্থী মোঃ ইউনুচ মিয়া বলেন, আলীকদম যুব উন্নয়ন কর্মকর্তা ৭/৮ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত ৷ অথচ তাকে ৪নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে ৷ স্থানীয় স্কুল শিক্ষক প্রশাসনের ছত্রছায়ায় মোঃ মহিউদ্দিন সরকারি কর্মচারী হয়েও প্রকাশ্যে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন ৷
বিএনপির এ তিন প্রার্থী আরো অভিযোগ করেন, পাশ্ববর্তী লামা উপজেলা থেকে সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িত বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা ও কর্মচারি এনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সরকার দলীয় নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোট কেন্দ্রের নিয়োজিত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সহায়তায় নেওয়া হবে ৷ আওয়ামীলীগের নেতৃবৃন্দ অবৈধভাবে প্রশাসন ও ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছে ৷ টাকার বিনিময়ে ভোট ক্রয়, নির্বাচনী আচরণ বিধিকে তোয়াক্কা না করে প্রকাশ্যে প্রতিপক্ষ প্রার্থীদের হুমকী, ভয়ভীতি, সাম্প্রদায়িক ও উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন আওয়ামীলীগের প্রার্থীরা ৷ এতে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে ৷ কেন্দ্র দখল, জাল ভোট, বাহির থেকে ব্যালট পেপার ঢুকানোর পাঁয়তারার পাশাপাশি জেএসএস এর কর্মীবাহিনী দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে অস্ত্রবাজি করে ভোটের পরিবেশ নস্যাত্ করবে বলে আশংকা করেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা৷
তারা বলেন, প্রশাসনের সহায়তায় ভোট কারচুপি করা হলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, দাঙ্গা-হাঙ্গামা, মারামারি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে ৷
এ ব্যাপারে আলীকদম সদর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী জামাল উদ্দিন বলেন, আমি এবং আমার দল উদার গণতন্ত্র এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল ৷ ভোট কারচুপির কোন আশংকা নেই ৷ প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে ৷
উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ আছে ৷ প্রার্থীরা যদি সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছাড়া ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না ৷ তাছাড়া আলীকদমের ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে এ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷