মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় কৃষি খামারে বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ্য
পাবনায় কৃষি খামারে বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ্য
আলাউদ্দিন হোসেন,পাবনা প্রতিনিধি :: পাবনা সদর উপজেলার টেবুনিয়া কৃষি খামারে ধান বীজ প্রক্রিয়াজাতকরণের সময় বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছেন৷ অসুস্থ্যদের মধ্যে ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা৷ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷
অসুস্থ্য শ্রমিকরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ধান বীজ প্রক্রিয়াজাতের কাজ করছিলেন শ্রমিকরা৷ ধান বীজকে পোকার হাত থেকে রক্ষায় প্রক্রিয়াজাত করতে পোকানাশক ওষুধ স্প্রে করা হয়৷ প্রচন্ড গরমে সেই ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েন অন্তত ২০ জন শ্রমিক৷ তাদের মধ্যে ১৪ জনকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ অসুস্থ্য শ্রমিকরা হলেন-ফয়েজ উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল বারেক, মকবুল হোসেন, আব্দুল গফুর, ইসলাম প্রামানিক, হাশেম আলী, নুরুল ইসলাম, কিয়াম আলী, মিন্টু হোসেন, আলম সরদার, হাবিবুর রহমান ও মজনু হোসেন৷ তাদের মধ্যে আব্দুস সাত্তার ও মজনু হোসেন নামের দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্করা৷ অন্যদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে৷
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. আরাফাত হাসান জানান, শ্রমিকরা অ্যালুমিনিয়াম ফসফাইট ইনহেলেশন পয়জনিং এ (বিষক্রিয়ায় শ্বাসতন্ত্রের সমস্যা) আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়েছে৷ তাদের চিকিত্সা চলছে, অবস্থার উন্নতি হচ্ছে৷ ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না৷
বিএডিসি পাবনার যুগ্ম পরিচালক আব্দুল হালিম জানান, দুপুরে খামারে কাজ করার সময় প্রচন্ড গরমে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছেন৷ তেমন কিছু না৷ তাদের চিকিত্সায় সবধরনের সহযোগিতা করা হচ্ছে৷
এদিকে, বিএডিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ধান বীজ প্রক্রিয়াজাত করার সময় পোকা দমনে ফসটাকশন ট্যাবলেট (স্থানীয় ভাষায় গ্যাস ট্যাবলেট বলা হয়) ব্যবহার করা হয়৷ ধানের মধ্যে এই গ্যাস ট্যাবলেট দিয়ে ট্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়৷ নতুন ধান ওঠায় কাজের চাপের কারণে সম্ভবত ওই ট্রিপল ছিদ্র হয়ে যাওয়ার বিষয়টি টের পায়নি শ্রমিকরা৷ সোমবার দুপুরে কক্ষে প্রবেশ করা মাত্র বিষক্রিয়ায় আক্রান্ত হন তারা৷