বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত
কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭মিঃ) গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় কভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন৷ এ ঘটনায় বাসের কমপক্ষে ২৪ যাত্রী আহত হয়েছেন৷ তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে৷
১ জুন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে৷ নিহত ফিরোজ মিয়া (৩৫) কালীগঞ্জ সেভেন রিং কারখানার গাড়ি চালক৷ তার বাড়ি পাবনার বেড়া উপজেলায়৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়াগামী যাত্রীবাহী তিতাস পরিবহন ঢাকা (মেট্রো-ব-১৪-৯২৩০) কালীগঞ্জের শিমুলিয়া মাদ্রাসা এলাকায় আসলে বিপরীত দিক থেকে সেভেন সার্কেল সিমেন্ট ভর্তি কভারভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-১৪৯১) সাথে সংঘর্ষে কভারভ্যানটি সড়কের মাঝে উল্টে যায় এবং বাসটি ৫০ গজ দুরে সড়কের পাশে বিলের পানিতে পড়ে যায়৷ এতে করে বাসে থাকা ২৪ জন যাত্রী আহত হয়৷ আহতদের মধ্যে ৬জনকে কালীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিত্সার পর উন্নত চিকিত্সার জন্য অন্যত্র পাঠানো হয়৷
পরে পুলিশ রেকার এনে কভার ভ্যানটি সরালে নিচ থেকে চালক ফিরোজের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায়৷ আর হেলপার আমান উল্লাহ (৩০)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল৷ পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় (মাদ্রাসার কাছে) যাত্রীবাহী বাসটি সেভেন রিং কারখানার কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশে এবং বাসটি খাদে পড়ে যায়৷ এসময় ভ্যানের নিচে চাপা পড়ে চালক ফিরোজ নিহত হয়৷ এ ঘটনায় বাসের আরো ২৪ যাত্রী আহত হন৷ আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে এবং লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় পাঠানো হয়েছে৷