বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে : শিশুসহ নিহত ২ আহত ২
লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে : শিশুসহ নিহত ২ আহত ২
বান্দরবান জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় ১জুন বুধবার সন্ধ্যা ৭ টায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে পড়ে৷ ফলে ঘটনাস্থতলেই শিশু কাজল মনি (৬) ও মোক্তার আহমদ(৩৫) নিহত হয়৷
এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয় ৷ নিহত শিশু কাজল মনির পিতান নাম কমল মনি৷
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং নিহত ২জনের লাশ উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালের মর্গে পাঠায় ৷ আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ থানায় মামলা হয়েছে ৷