বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য৷ তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করে আসছেন৷ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম৷ ২ জুন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠান উপলক্ষে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদের নির্বাচনী কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আতাউর রহমান আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আক্তারুজ্জামান ও ফজলুল হক মুক্তা, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম.এ ফরিদ, কার্যকরী সভাপতি নাহিদ সরকার, সিনিয়র সহ সভাপতি মোঃ বায়েজিদ হোসেন প্রমুখ৷
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল৷ আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সাফল্য এবং দেশ-জাতির অগ্রগতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷