শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রুমায় বগালেকে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
রুমায় বগালেকে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বান্দরবান জেলা প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় দুর্গম পর্যটন কেন্দ্র বগালেকে শুক্রবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের ছাত্র ৷
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সন্ধ্যায় জানান, ঢাকার লালবাগ এলাকা থেকে আসা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ ইকবাল (২১) অপর ৮বন্ধুর সাথে রুমার বগালেকে বেড়াতে যান শুক্রবার সকালে ৷ বিকেলে বন্ধুদের সাথে বগালেকে নেমে সাঁতার কাটার সময় সে হঠাৎ তলিয়ে যায় পানিতে ৷ তার লাশ উদ্ধার করা হয় সন্ধ্যায় এবং রুমা উপজেলা সদরে থানায় নিয়ে আসা হয় রাত সাড়ে ৮টায় ৷
এ ঘটনায় রুমা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ৷ বগালেকে ডুবে নিহত জাহিদ ইকবাল ঢাকার লালবাগ এলাকার আলী ইকবালের পুত্র বলে পুলিশ নিশ্চিত করেছে ৷
গত ৬মাস আগে ওই লেকে সাঁতার কাটতে গিয়ে ঢাকা সহরোয়ার্দী মেডিকেল হাসপাতালের একজন ইন্টার্নী ডাক্তার পানিতে ডুবে মৃত্যু বরণ করেছিল ৷