শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ক্ষুধার জ্বালায় মুক্তিযোদ্ধার আত্মহনন
ক্ষুধার জ্বালায় মুক্তিযোদ্ধার আত্মহনন
সিএইচটি মিডিয়া :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.২০মিঃ) ৩ জুন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় একজন ক্ষুধার্ত মুক্তিযোদ্ধা আত্মহনন করেছেন । সেই মৃত ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাকে আবার রাষ্ট্রের সর্বোচ্চ সন্মান পতাকাবাহী সালাম দেয়া হয়েছে।
আত্মহননকারী ক্ষুধার্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন মধুপুর টাংগাইলের বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সারমা। দীর্ঘ দিন ধরে তিনি অর্থনৈকিত ভাবে খুবই অভাব অনটনের মধ্যে সময় পার করার খবর পাওয়া গেছে । শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা সইতে না পেরে হার মেনে ক্ষুধার্ত এই বীর মুক্তিযোদ্ধা আত্মহননের পথ বেঁচে নিয়েছেন বলে ফেইজ বুক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মহননের খবর ছড়িয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সারমা আত্মহননের পথ বেচে নিয়ে নিজেকে নিস্কৃতি দেয়ার জন্য হয়তো তার কাছে ছিলো উত্তম মাধ্যম। সামাজিক মাধ্যমে ফসিউল আলম তার ষ্ট্যাটাসে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সারমা এভাবে বেঁচে থেকে কি লাভ যেখানে দু’মোঠো ভাত এক টুকরো শুকনো রুটি নাই এই অন্তিম সময়ে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সারমা জন্য’ তিনি মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সারমা’র শেষ উপলব্ধি!
এখন আমাদের রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব কি কেবলই গার্ড অব অনার বা পতাকাবাহী সালাম দেয়া ?