শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সত্সংঙ্গ উপাসনা কেন্দ্র পরিদর্শনে কংজরী চৌধুরী
মাটিরাঙ্গায় সত্সংঙ্গ উপাসনা কেন্দ্র পরিদর্শনে কংজরী চৌধুরী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা তেরাং তৈই কলাই(আলুটিলা রিচাং ঝর্ণা ) এলাকায় নির্মাধীন সত্সংঙ্গ উপাসনা কেন্দ্র পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ৷
বৃহস্পতিবার বিকাল ৩ টায় তিনি উপসনা কেন্দ্রে আসলে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন,মাটিরাঙ্গা সত্সঙ্গ নির্মাণের প্রধান উদ্দোক্তা ও সাবেক জেলা পরিষদ সদস্য মণিন্দ্র কিশোর ত্রিপুরা ৷
এর পর পরই আনুষ্ঠানিকভাবে তিনি নিজ হাতে একটি অর্জুনের চারা রোপনের মধ্যদিয়ে বৃৰরোপন’২০১৬ এর উদ্ভোধন শেষে উপসনা কেন্দ্রের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে যান৷ এরপর সংৰিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি-পৃথিবীকে বাসযোগ্য করতে বৃক্ষরোপনের বিকল্প নাই উল্লেখ করে পানির স্তর ও পৃথিবীর উষ্ণতাবৃদ্ধি ঠেকাতে সকলকে বৃৰরোপনের আহবান জানান৷ এ সময় তিনি পার্বত্যাঞ্চলে আম চাষীদের উত্পাদিত আমের ন্যায্যমুল্য প্রাপ্তি নিশ্চিত করণে দেশের বড় বড় আম সংগ্রহকারীদের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান৷ তিনি আশা প্রকাশ করেন আগামী অল্প কিছুদিনের মধ্যে আম চাষীরা আমের ভাল বাজার মুল্য পাবেন ৷ এ সময় তিনি প্রস্তাবিত সত্ সঙ্গ কেন্দ্রের সীমানা প্রচীর নির্মানে এ অর্থ বছরে সম্ভব না হলেও আগামী অর্থ বছরে বরাদ্ধ প্রদানের আশ্বাস দেন৷ সত্সঙ্গ কেন্দ্র নির্মানের প্রধান উদ্দোক্তা মনিন্দ্র কিশোর ত্রিপুরার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গার ইউপি চেযারম্যান হিরন জয় ত্রিপুরা,মাটিরাঙ্গার হেডম্যান ও সাবেক মহিলা কাউন্সিলর আনেউ চৌধুরী নয়ন,মানিকছড়ি সত্সঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক,মাটিরাঙ্গা সত্ সঙ্গের সাধারণ সম্পাদক জগদীশ পাল,লিটন ত্রিপুরা,সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড মেম্বার,গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসীরা ৷