শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
গাজীপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে গিয়ে কমপক্ষে ১৫জন আহত হয়েছে৷
৪ জুন শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ আহদের নাম পরিচয় পাওয়া যায়নি৷
আহতদের বেশীর ভাগই কলেজ ছাত্র, যারা ছুটির পর বাড়ি ফিরছিল৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় গাজীপুরের কাপাসিয়াগামী রাজদূত পরিবহনের একটি বাস রাজেন্দ্রপুর চৌরাস্তার মোড় ঘোরার (ইউ টার্ণ) সময় শ্রীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয় ফলে এই দুর্ঘটনা ঘটে৷
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
নাওজোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোসেন খাঁন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ইউটার্ণ নেয়ার সময় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এসময় প্রাইভেটকারের সামনের অংশ দুমরে-মুচরে যায়৷ দুর্ঘটনার পর যানজটের সৃষ্টি হলেও এখন তা স্বাভাবিক রয়েছে৷
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক৷ ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে৷