রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে কেন্দ্র দখলের চেষ্টায় পুলিশের পিটুনিতে হাসপাতালে ছাত্রলীগ নেতা
ঝিনাইদহে কেন্দ্র দখলের চেষ্টায় পুলিশের পিটুনিতে হাসপাতালে ছাত্রলীগ নেতা
ঝিনাইদহ প্রতিনিধি :: কেন্দ্র দখল করে জাল ভোট প্রদানের চেষ্টাকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জামান তুহিন পুলিশের পিটুনিতে আহত হয়েছেন৷ তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তুহিন বসন্তপুর গ্রামের সেকেন্দার আলী মোল্লার ছেলে৷ তার বাবা ত্রিবেনী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বিন্দিতা করছেন৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ৪জুন শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর ভোট কেন্দ্রে অবৈধ প্রবেশের জন্য ছাত্রলীগ নেতা শামছুজ্জামান তুহিন দলীয় লোকজন নিয়ে জটলা করতে থাকে৷ পুলিশ তাকে বাধা প্রদানের চেষ্টা করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷
এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার (এএসপি হোড কোয়াটার) শাহাবুদ্দীন আহম্মেদকে কটাক্ষ করে তুহিন কথা বলতে থাকলে পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে৷ কিন্তু তিনি বসন্তপুর ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্তে অনড় থাকলে পুলিশ তুহিনসহ তার বাবার সমর্থকদের লাঠি পেটা করে ছত্র ভঙ্গ করে দেয়৷
পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগ নেতা তুহিন মাথা ও হাতে আঘাত পান৷ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিব জানান, তুহিনকে সাড়ে ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার মাথা ও ডান হাতে আঘাত লেগেছে৷
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি হোড কোয়াটার) শাহাবুদ্দীন আহম্মেদ জানান, ভোট চলার সময় বসন্তপুর কেন্দ্রের বাইরে কিছু মানুষ বিশৃংখলার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে৷ এতে কেও আহত হয়েছে কিনা জানা নেই৷ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এমন ঘটনা তিনি শুনেছেন৷ তবে বিস্তারিত কোন কিছুই জানেন না ৷